শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ এপ্রিল ২০২৫ ১৮ : ৫১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পরপর তিনবার আইএসএলের ফাইনালে উঠে রেকর্ড করেছে মোহনবাগান। এই তিনবারের সাক্ষী শুভাশিস বসু। বাড়তি পাওনা, এবার দলের অধিনায়ক তিনি। শুধু তাই নয়, রক্ষণ সামলানোর পাশাপাশি, আক্রমণেও সাহায্য করছেন। চলতি মরশুমে ছটি গোল রয়েছে তাঁর ঝুলিতে। আইএসএলের এক মরশুমে ডিফেন্ডারের করা এটাই সর্বোচ্চ গোল সংখ্যা। প্রাক ফাইনাল সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গ উঠতেই মশকরা করে হোসে মোলিনা বলেন, 'শুভাশিস প্র্যাকটিসে স্ট্রাইকারে খেলে।' বলেই হেসে ফেলেন বাগান কোচ। তবে পাশাপাশি জানান, শুভাশিসের গোল করার ক্ষমতা রয়েছে। বিশেষ করে সেট পিস থেকে। তাই বৃহস্পতিবারের প্র্যাকটিসে জোর ছিল সেট পিসেই। ক্লিনশিট রাখার পাশাপাশি, গোল করা উপভোগ করছেন বাগান অধিনায়ক। শুভাশিস জানান, কেরিয়ারের শুরুতে তিনি স্ট্রাইকার হিসেবে খেলতেন। তবে তাঁর প্রাথমিক কাজ ক্লিনশিট রাখা।
আগের বছর তীরে গিয়ে তরী ডুবেছিল। একটুর জন্য ডবল হাতছাড়া হয়েছে। এবার শাপমুক্তির সুযোগ রয়েছে শুভাশিস, পেত্রাতোস, কামিন্সদের সামনে। গত বছরের ভুলভ্রান্তি শুধরে ইতিহাসে নাম তোলার জন্য তৈরি বাগান অধিনায়ক। জানান, ঘরের মাঠে ফাইনাল খেলা সবসময় স্পেশাল। শুভাশিস বলেন, 'ঘরের মাঠে ফাইনাল খেলা সবসময় বিশেষ অভিজ্ঞতা। এটা আমাদের বাড়তি শক্তি জোগাবে। আমরা হাজার হাজার সাপোর্টারদের সামনে নিজেদের সেরাটা দিতে চাই। আমরা আগের বছরের ফাইনাল নিয়ে ভাবছি না। তবে সেদিন কোথায় ভুল হয়েছিল, সেটা বোঝার চেষ্টা করেছি। আমাদের গোল করতে হবে।' খেলার ধরনে কোনও পরিবর্তন চান না শুভাশিস। বিপক্ষে সুনীল ছেত্রী ছাড়াও ভাল অ্যাটাকিং প্লেয়ার রয়েছে। তবে ঘরের মাঠে তাঁদের রোখার বিষয়ে আশাবাদী সবুজ মেরুনের অধিনায়ক। টিমগেমেই গুরুত্ব দিলেন। শুভাশিস বলেন, 'আমরা দল হিসেবে খেলি। একসঙ্গে আক্রমণে যাই এবং রক্ষণ সামলাই। আমরা নিজেদের খেলাটাই খেলব। আমি টানা তিনবার ফাইনালে খেলব। প্রত্যেকবারই আত্মবিশ্বাস থাকে। ফাইনাল ম্যাচ সবসময় আলাদা। যারা কম ভুল করবে, তাঁরাই জিতবে।' হাবাস জমানায় অধরা খেতাব এবার জিততে মরিয়া বঙ্গতনয়।
নানান খবর
নানান খবর

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?